মহাখালীর বস্তিতে আগুনে পুড়লো বহু ঘর

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে বহু ঘর। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে বস্তির বাসিন্দা বীথি রানীর বিয়ের বেনারসি শাড়িও পুড়ে গেছে। পুড়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী তানিয়ার পাঠ্যবইগুলো। এছাড়া প্রায় ৬০ থেকে ৭০টি বস্তিঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, সর্বমোট ২০০ ফায়ার কর্মী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি বলেন, এখন পর্যন্ত আহত-নিহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ