লঞ্চের ধাক্কায় ভেঙ্গে চুরমার নৌ-পুলিশের স্পিডবোট, আহত ৬

মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় স্পিডবোটে টহলরত নৌ-পুলিশের ছয় সদস্য আহত হয়েছে। আহতরা হলেন- গজারিয়া নৌ থানা পুলিশের এসআই মো.মজিবর রহমান, এসআই মো.আ: ছালাম, এ এস আই মো. হাসান আলী, কনস্টেবল অমৃত লাল, মিজানুর রহমান, স্পিড বোটের চালক মো. শাহিন।

শুক্রবার( ২৭ নভেম্বর) রাতে উপজেলার দৌলতপুর থ্রী এংঙ্গেল কোম্পানির সংলগ্ন মেঘনা নদীর মাঝে এই দুর্ঘটনা ঘটে। এমভি রাসেল-২ নামক যাএীবাহী লঞ্চটি চাঁদপুর হতে নারায়ণগঞ্জ মুখী দৌলতপুর থ্রী এংঙ্গেল কোম্পানির সংলগ্ন মেঘনা নদীর মাঝ অতিক্রম করার সময় গজারিয়া নৌ থানা পুলিশের টহলরত স্পীডবোটকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়।

এতে স্পীডবোটে থাকা ৬ নৌ-পুলিশ সদস্য গুরুতর আহত হয়। আহতদের মধ্যে এস আই  মজিবর রহমানকে আশংকাজনক অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে আার বাকি আহত পুলিশ সদস্যদের ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে বলে জানা যায়। এমভি রাসেল-২ লঞ্চটি এবং লঞ্চের চালক ও হেলপার উভয় গজারিয়া নৌ থানা পুলিশের হেফাজতে রয়েছে।

সর্বশেষ সংবাদ