৩০৬ রোহিঙ্গা আটক দুজনকে পরিবারের কাছে হস্তান্তর

গত ১০ মাস আগে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার একপর্যায়ে নৌবাহিনীর হাতে আটক হয় ৩০৬ জন রোহিঙ্গা। পরে তাদের রাখা হয় নোয়াখালীর ভাসানচরে। এদের মধ্যে দুজনের পরিবার ভাসানচরে স্থানান্তর হওয়ায় পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে ভাসানচর ক্যাম্প ইনচার্জ অফিসের সামনে আয়াতুল্লাহ ও দ্বীন মুহাম্মদ নামে ২ রোহিঙ্গাকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন তাদের স্বজনরা।

গত ১০ মাস আগে ৩০৬ জন রোহিঙ্গা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করলে বাধা দেয় সে দেশের নৌবাহিনী। বাধ্য হয়ে ফেরত আসতে চাইলে বাংলাদেশের নৌসীমা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের রাখা হয় নোয়াখালীর ভাসানচরে।

এদিকে গত মঙ্গলবার দ্বিতীয় দফায় কক্সবাজার থেকে ভাসানচরে আসা রোহিঙ্গাদের মধ্যে আটক ২ রোহিঙ্গা আয়াতুল্লাহ ও দ্বীন মুহাম্মদের পরিবারের সন্ধান পাওয়ায় তাদের হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

সর্বশেষ সংবাদ