টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে টেকনাফের লেদা খাল দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি চালান বাংলাদেশে পাচার হওয়ার সময় এসব ইয়াবা জব্দ করা হয়। এর বাজার মূল্য ৯০ লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে লেদা খাল এলাকার বেড়িবাঁধের পেছনে অবস্থান নেয় লেদা বিওপি’র বিশেষ টহলদল। রাত সাড়ে নয়টার পর এক ব্যক্তিকে লেদা খালের ১০০ গজ পূর্ব দিক দিয়ে একটি বস্তা কাঁধে নাফ নদীর পাড়ে আসতে দেখে। এ সময় ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি বুঝতে পেরে বস্তাটি ফেলে দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়।

পরবর্তীতে বিজিবি বস্তাটি উদ্ধার করে ভিতর থেকে ৯০ লাখ টাকা মূল্যমানের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করে। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

সর্বশেষ সংবাদ