দৌলতপুরে পাট গোডাউনে আগুন, এখনও চলছে ডাম্পিং

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকার সাগর জুট মিলের পাট গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২৭ জানুয়ারি) বিকালে আগুন লাগলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাতভর ডাম্পিংয়ের কাজ চলে। আজ বৃহস্পতিবারও (২৮ জানুয়ারি) ফায়ার সার্ভিসের একটি ইউনিট ডাম্পিং করছে। গোডাউনে প্রায় পাঁচ হাজার মণ পাট ছিল বলে দাবি করা হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স খুলনার দৌলতপুর স্টেশন অফিসের কর্মকর্তা মো. কাইমুজ্জামান বলেন, ভৈরব নদীর তীরের ডিসি রোডে মিলের গোডাউনে বুধবার বিকালে আগুন লাগে।। দৌলতপুর, বয়রা ও খালিশপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট যৌথভাবে সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রাতভর ডাম্পিংয়ের কাজ চলে। বৃহস্পতিবার সকালেও ডাম্পিং শেষ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব না। তদন্ত সাপেক্ষে বলা যাবে। গোডাউনে পাঁচ হাজার মণ পাট ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সর্বশেষ সংবাদ