রংপুরে মুড়ি কারখানায় অভিযান,জরিমানা আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রংপুরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির দায়ে দুইটি কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত । মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসনের
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে রংপুরের মাহিগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, বিএসটিআই ও মেট্টোপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মাহিগঞ্জ এলাকায়  অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশের দুইটি মুড়ি তৈরির কারখানা পাওয়া যায়। ফলে কারখানার মালিক দুটিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ভবিষ্যতে এরকম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি না করার অঙ্গীকার করেন কারখানা মালিকরা।
সাধারণ মানুষের নিরাপদ খাদ্যপন্য নিশ্চিত  ও জনস্বাস্থ্যের জন্য হুমকির বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ইবাদত মানিক ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ