শার্শায় এজেন্ট ব্যাংকের ৮ লাখ টাকা ছিনতাই

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের এক কর্মচারীর কাছ থেকে ৮ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বলফিল্ডের পাশ থেকে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করলে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের সত্ত্বাধিকারী শরিফ জানান, শার্শার নাভরণ সাতক্ষীরা মোড়ে তার ডাচ বাংলা এজেন্ট ব্যাংক রয়েছে। কর্মচারী শিমুল একটি প্যাকেটে ৮ লাখ টাকা নিয়ে বেনাপোল থেকে যাচ্ছিলেন নাভরণের দিকে। এসময় শার্শা বলফিল্ডের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে তিন জন মাস্ক পরিহিত অবস্থায় শিমুলের মোটরসাইকেল গতিরোধ করে ব্যাগটি ছিনিয়ে নেয়। বিষয়টি স্থানীয় পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে।

যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের(পিবিআই) ইন্সপেক্টর খালেকুর রহমান রাত ৯ টায় জানান, টাকা ছিনতাইয়ের খবর পেয়ে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

সর্বশেষ সংবাদ