সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত ও বৃহত্তম ইকোপার্ক পর্যটকদের জন্য উন্মুক্ত

হাফিজুল ইসলাম লস্কর :: বাংলাদেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত ও বৃহত্তম ইকোপার্ক মাধবকুণ্ড পর্যটকদের জন্য প্রদান ফটক আগামি ( ২০ আগস্ট) রবিবার থেকে সীমিত পরিসরে উন্মুক্ত করে দেয়া হবে।
বিভাগীয় বন কর্মকর্তা অফিস থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে ২০ আগস্ট থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত জুন মাসের দ্বিতীয় সপ্তাহের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে মাধবকুণ্ড জলপ্রপাতের অভ্যন্তরীণ রাস্তায় ফাটল ও যাতায়াতের সিঁড়ির নিচের কিছু মাটি দেবে যায়। এতে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন গত ২১ জুন ২০১৭ থেকে মাধবকুণ্ডের অভ্যন্তরে পর্যটক প্রবেশ বন্ধ করে দেয়। এরপর থেকে অনেকটা ঝিমিয়ে পড়ে দেশের অন্যতম এ পর্যটন এলাকাটি।
কিন্তু ঈদুল ফিতরের আনন্দ উপভোগে হাজার হাজার পর্যটক মাধবকুণ্ডে ছুটে আসলেও ভেতরে প্রবেশ করতে না পেরে অনেকে বন্ধ ফটকের সামনে সেলফি তুলেই তুষ্ট থেকেছে।

সর্বশেষ সংবাদ