ফেনীতে বিপুল পরিমান অস্ত্রসহ এক ডাকাত আটক

ফেনীতে বিপুল পরিমান অস্ত্রসহ সরোয়ার হোসেন (২৩) নামে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শহরতলীর কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়ীয়া এলাকা থেকে তাকে আটক করে। এসময় সেখান থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, বৃহস্পতিবার রাতে সংবাদ পান কাজিরবাগের গিল্লাবাড়িয়া এলাকায় একদল ডাকাত অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) রাশেদ খাঁন চৌধুরীরর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম,এসআই সুরেজিৎ বডুয়া,কাজী গোলাম মহি উদ্দিন ও দিপংকর কর্মকারসহ পুলিশের দুটি দল ধর্মপুর ও কাজিরবাগ দুই দিক থেকে অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সরোয়ারকে আটক করা হয়। এসময় ডাকাতদের ফেলে যাওয়া বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ১টি দেশীয় তৈরি দু’নলা বন্দুক,২টি দেশীয় তৈরি এলজি,২৭ রাউন্ড কার্তুজ,চাপাতি ৩টি, স্টীলের তৈরি দরজা ভাঙ্গার যন্ত্র ৪টি ও দুটি হাফপ্যান্ট উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে আরো জানানো হয় সরোয়ার আন্ত :জেলা ডাকাত দলের সদস্য। এই দলে বেলাল, বড় মিয়া ও আনোয়ারসহ আরো কয়েকজন সদস্য আছে। সংবাদ সম্মেলনে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ, ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) রাশেদ খাঁন চৌধুরীর, পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক মঞ্জুরুল হক,ফেনী মডেল থানার এসআই সুরেজিৎ বডুয়া,কাজী গোলাম মহি উদ্দিন উপস্থিত ছিলেন। প্রসংগত:এই দলটি ২৫ জুলাই পরশুরামের দক্ষিন টেটেশ্বরে এক বাড়ীতে ডাকাতি করে নগদ টাকা ,ডলার,মোবাইল ও ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী নিয়ে পালানোর সময় আবদুর রব চৌকিদার,মুনির হোসন,সাইফুল ও কালামসহ ৪ জনকে এলাকাবাসী আটক করে। এছাড়া আবদুল লতিফ শিপন নামে একজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে পরাশুরাম থানার পরিদর্শক (তদন্ত) মাসুক করিম শিকদার। সে আদালতে এই ঘটনায় জড়িত আছে মর্মে স্বীকারোক্তি দেয়।

সর্বশেষ সংবাদ