লালমনিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

লালমনিরহাটের কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় লিংকন নামে ৫ বছরের শিশু মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

এ আগে গত বুধবার (২৮ এপ্রিল) রাতে উপজেলা ডাকবাংলা ভবনের পাশের একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মৃত লিংকন উপজেলা ডাকবাংলা এলাকার সাইফুল ইসলামের ছেলে। দগ্ধরা হলেন, লিংকের বাবা সাইফুল ইসলাম (৩৫) ও মা লায়লা বেগম (২৫)।

জানা গেছে, সেহেরীর রান্না করছিলেন লায়লা বেগম। হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে তারা তিনজন দগ্ধ হয়। তাদের আত্মচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবু তাহের বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়।গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়।’

এ বিষয় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটির বাবা সাইফুল ডাকবাংলো কেয়ারটেকার হিসাবে দায়িত্ব পালন করেন।’

 

সর্বশেষ সংবাদ