গোপালগঞ্জে ৭ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের তেলিভিটা গ্রামে সাতজনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) ধরা পড়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল রহনান জানান, তেলিভিটা গ্রাম ও সাতপাড় ইউনিয়নের পশ্চিম অংশ নতুন করে লকডাউনের আওতায় আনা হবে। তবে সাতপাড়, বৌলতলী ও সাহাপুর ইউনিয়নের লকডাউন রোববার (৬ জুন) তুলে নেয়া হবে।

গত ১০ দিনে গোপালগঞ্জে আরও ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছেন ৩৯৪৩ জনে। মারা গেছেন ৪০ জন।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র বলছে, তারা জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট এলাকায় লকডাউন ও মোবাইল কোর্ট পরিচালনা জোরদার এবং লাল নিশান দিয়ে এলাকা চিহ্নিত করার অনুরোধ করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে আক্রান্তদের প্রয়োজনীয় সেবা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। আক্রান্ত সাতজনকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ