কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৪১.৪৮ শতাংশ, মৃত্যু ৭

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২২৯টি নমুনা পরীক্ষায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৪৮ শতাংশ।

এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে ১৭০টি নমুনা ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয়েছে ৫৯টি।

এর আগের ২৪ ঘন্টায়ও করোনায় আক্রান্ত সাত জন মারা গেছেন এবং শনাক্তের হার ছিল ৪০ দশমিক শূন্য পাঁচ শতাংশ।

আজ শনিবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপপরিচালক আব্দুল মোমেন জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ২৬১ জন। আগের দিন ছিলেন ২০৪ জন।

আব্দুল মোমেন বলেন, ‘গতকার সারা দিন বৃষ্টির হওয়ায় নমুনা পরীক্ষা করতে আসা মানুষের সংখ্যা কম ছিল।’

আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে দুই হাজার ১০৭ জন রয়েছেন বলে বলে যোগ করেন তিনি। গতকাল এই সংখ্যা ছিল দুই হাজার ১৪৯ জন।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ২৮২ জন এবং মারা গেছেন ২২৫ জন।

সর্বশেষ সংবাদ