নড়িয়াল মাদরাসা সুপারকে অপসারণের দাবি

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরের কলমা ইউপির নড়িয়াল দারুস হাদিস ইসলামি দাখিল মাদরাসার সুপার জামায়াত মতাদর্শী আ্ব্দুর রাহিমের বিরুদ্ধে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে ও তাঁর অপসারণের দাবি তুলে লিখিত অভিযোগ করেছে সচেতন মহল। জানা গেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপত্তি ও জতীর জনক বঙ্গবন্ধু শেথ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী। আর সারাদেশ যখন শোকের ছায়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতীর জনকের শাহাদাৎ বার্ষিকী (শোক দিবস) এছাড়াও সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান। তখন তানোরের কলমা ইউপির নড়িয়াল দারুস হাদিস ইসলামি দাখিল মাদরায় শোক দিবসের কোনো কর্মসূচি পালন করা হয়নি উড়েনি জাতীয় পতাকা ও ব্যানার-ফেস্টুন। জামায়াত মতাদর্ণী সুপার আব্দুর রাহিমের অনিহার কারণে শোক দিবসের কোনো কর্মসূচি গ্রহণ বরা সম্ভব হয়নি বলে অন্য শিক্ষক-কর্মচারিদের অভিযোগ। এছাড়াও মাদরাসা কমিটির বিভিন্ন সদস্যর বিরুদ্ধে শোক দিবসের নামে চাঁদাবাজির মিথ্যা অপপ্রচার করায় সচেতন মহল তাঁর অপসারণের দাকি তুলেছে। আর এ ঘটনায় স্থানীয়রা সুপার আব্দুর রাহিমকে পাকিস্থানি সামরিক জান্তা ইয়াহিয়া খাঁনের প্রেত্ত্বাতা ও যোগ্য উত্তরসরি বলে অবহিত বরেছে।
জানা গেছে, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নড়িয়াল মাদারাসা বন্ধ উত্তোলন করা হয়সি জাতীয় ও কালো পতাকা এবং ব্যানার-ফেস্টুন। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ দেভা দিয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারি শিক্ষক বলেন, সুপার জামায়াত মতাদর্শী হওয়ায় শোক দিবসের কোনো কর্মসূচি গ্রহণে তিনি অলিখিত নিষেধাজ্ঞা জারি করে। অথচ একই দিন তানোর পৌর মেঢরের বরেন্দ্র ভবনে খালেদা জিয়ার জন্ম দিনের অনুষ্ঠানে সুপার আব্দুর রাহিম ঠিবই উপস্থিত হয়েছে। এব্যাপারে জানতে চাইলে মাদরাসার সুপার আব্দুর রহিম সব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থক নন, তবে জাতীয় শোক দিবসের কর্মসূচির বাধ্যবাধকতা সম্পর্কে তার সঠিক ধারনা না থাকায় এমনটি হয়েছে, আর এজন্য তিনি কমিটির কাছে ক্ষমা চেয়েছেন। এব্যাপারে মাদরাসার সভাপতি রুবেল আহম্মেদ বলেন, বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়েছে ও সুপার কমিটির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, কমিটির আগামি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এব্যাপারে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ওই মাদরাসার সুপারকে কারণ দর্শানোর নোটিপ দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ