পঞ্চগড়ে দিবনব্যাপী দক্ষতা উন্নয়ন কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি-প্রান্তিক কৃষক ও খামারীদের দক্ষতা উন্নয়ন,  হাতে কলমে শিখন ও নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার লক্ষে দিনব্যাপী গবাদিপশু পালন, রোগ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। বোদা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।  প্রশিক্ষণটি পরিচালনা করেন বোদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আব্দুস সোবহান। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠকর্মি মো. সোহেল ইসলাম এবং তরুণ সফল উদ্যোক্তা হিমালয় সেন প্রশিক্ষণে তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতাগুলো শেয়ার করেন। প্রশিক্ষণে প্রায় অর্ধশতাধিক প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন। গবাদিপশুকে বলা হয় গরীবের ব্যাংক। গরু পালন করে নিজেদের স্বপ্নগুলো পূরণে অদম্য প্রয়াসে এগিয়ে যেতে চান প্রত্যন্ত অঞ্চলের লোকজন। এসব মানুষের পাশে এসে দাঁড়াতে চান উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।  প্রশিক্ষণের শুরুতে শুভে”ছা বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর একাউন্টস অফিসার অনিল চন্দ্র শর্মা। এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, স্থানীয়  জৈব কৃষক চাষী সমিতির সভাপতি মফিজুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য নলিনী চন্দ্র বর্মন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর প্রোগ্রাম অফিসার মালেকা বেগম ও রাশেদুল ইসলাম রাশেদ।

সর্বশেষ সংবাদ