কবি ও লেখকদের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কবি-লেখকদের উদ্যোগে ঐতিহাসিক চলনবিলের সিংড়া উপজেলায় ৪০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

কবি রাসেল আহম্মেদের সমন্বয়ে পিকেএসএস কার্যালয়ে মঙ্গলবার ২৯ আগস্ট দিনব্যাপী বন্যাকবলিত, পানিবন্দি, ক্ষতিগ্রস্থ, সীমাহীন দুর্ভোগের শিকার মানুষের মাঝে চাউল, আলু, পিঁয়াজ, লাচ্চা সেমাই, চিনি, খাবার স্যালাইন, প্যারাসিটামলসহ ০৮ ধরণের উপকরণ সম্বলিত ৪০০ প্যাকেট রিলিফ সামগ্রী প্রতিটি পরিবারের হাতে তুলে দেন কবি কালপুরুষ, ফিরোজ আহমেদ, পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহম্মেদ, অন্যরকম বাংলাদেশ (অ.ও.ই) এর প্রতিষ্ঠাতা মোমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সভাপতি রাসেল মির্জা।

কবি-লেখকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রাবনী মজুমদার, রীদা নাজনীন, উম্মে হাবীবা, হাদিউল হৃদয় প্রমূখ।

দিনব্যাপী বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সার্বিক সহযোগিতা করেন পিকেএসএস ও হৃদয়ে চলন এবং অন্যরকম বাংলাদেশ (অ.ও.ই)।

উল্লেখ্য, মানবদরদী কবি-লেখকের উদ্যোগে এবারের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ একটি অনন্য নজির স্থাপন করেছে।

সর্বশেষ সংবাদ