হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ছামিউল ইসলাম আরিফ, হাকিমপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত কার্যক্রম চালু থাকবে।

বুধবার (৩০ আগস্ট) বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এ ঘোষণা দিয়েছে।

অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদ উপলক্ষে আ্যসোসিয়েশনের এক বৈঠকে আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা সাত দিন হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. হারুন উর রশীদ হারুন জানান, ওই সাতদিন ছাড়াও ৮ তারিখ শুক্রবার হওয়ায় ওইদিনও বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। এতে করে আটদিন হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন চেক পোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকার কোনো সুযোগ নেই। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারীদের যাতায়াত কার্যক্রম চালু থাকবে।

সর্বশেষ সংবাদ