টেলিভিশনে ইউনিলিভারের বিজ্ঞাপন বন্ধে অ্যাটকোর প্রতিবাদ

কোনো নোটিশ ছাড়াই একতরফাভাবে টিভি চ্যানেলসহ অন্যান্য গণমাধ্যমে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বেসরকারি টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। রোববার (২৮ নভেম্বর) সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের বিভিন্ন পদক্ষেপে করোনা সংকট উত্তরণের মধ্য দিয়ে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে এবং দেশের অর্থনীতি আবারো সক্রিয় হচ্ছে। তাই করোনাকালে ক্ষতিগ্রস্ত টেলিভিশন শিল্পকে সহযোগিতার জন্য অ্যাটকো বিজ্ঞাপন রেট ৩০ ভাগ বাড়ানোর দাবি জানায়। কিন্তু তা উপেক্ষা করে ইউনিলিভারের বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। ব্যবসায়িক সম্পর্ক ঠিক রাখতে ইউনিলিভিারের এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানায় অ্যাটকো।

সর্বশেষ সংবাদ