ঝাউবাগানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য

কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগানের ভেতর থেকে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। আটককৃতরা হলেন-কক্সবাজার শহরের কলাতলী লাইট হাউজপাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মো. মীম হাসান ফাহিম (২৩), দক্ষিণ বাহারছড়া কবরস্থানপাড়ার শফি আলমের ছেলে মো. সাইদুল আলম সানি (২০), উখিয়া উপজেলার ডেইলপাড়ার সৈয়দ নূরের ছেলে মো. সোহেল (২০), কক্সবাজার শহরের জিয়া নগরের মোহাম্মদ হোসেনের ছেলে মো. নয়ন (১৭), ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার বদিউল আলমের ছেলে মো. রিদুয়ান (১৭), কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়ার জোবায়েরের ছেলে মো. ইমরান (১৫) ও একই এলাকার মো. বেলালের ছেলে মো. শাওন (১৬)। র‌্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সৈকতের সুগন্ধা পয়েন্টস্থ ঝাউবাগানের ভেতরে কতিপয় অপরাধী দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন যুবক ও কিশোর পলায়নের চেষ্টাকালে ৭ জনকে আটক করতে সক্ষম হয়। নির্জন ঝাউবাগান এলাকায় অবস্থানের কারণ জিজ্ঞাবাসাদে তার কোন সদুত্তর দিতে ব্যর্থ হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে আটক কিশোর ও যুবক অপরাধীদের কাছে ০৪ টি ছোরা, ০৩ টি খুর ৪০১ টি লোহার শিকল পাওয়া গেলে তা যথাযথভাবে জব্দ করা হয়। ‘পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নয়ন কিশোর গ্যাংয়ের সদস্য এবং সংঘবদ্ধ হয়ে কক্সবাজার শহর এলাকায় ছিনতাই, বলপূর্বক গ্রহণ, রাহাজানিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে আসছে।’ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী।

সর্বশেষ সংবাদ