১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে ঝুলছিল স্কুলছাত্রী

টঙ্গীতে কোচিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এরশাদ নগর ৩ নম্বর ব্লকের মৃত মোমিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ১২ বছর বয়সী রহিমা আক্তার বরিশাল জেলার হিজলা থানার চড়দিবুয়া গ্রামের আবুল কালামের মেয়ে। সে পরিবারের সঙ্গে টঙ্গীর এরশাদ নগর ৩ নম্বর ব্লকে বসবাস করে আসছিল। রহিমা স্থানীয় টি ডি এইচ সরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল। টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুর ৩টায় স্কুলছাত্রী রহিমা আক্তার মোমিন মিয়ার বাড়ির নিচ তলায় কোচিং করতে আসে। কোচিং চলাকালে রহিমা বাড়ির তৃতীয় তলার ছাদে যায়। কিছুক্ষণ পর ছাদ থেকে পোড়া গন্ধ ও ধোয়া দেখতে পেয়ে স্থানীয়রা রহিমাকে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ডেসকোর সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ