বিসিএসসহ ৭ নিয়োগ পরীক্ষা স্থগিত

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থগিত হচ্ছে একের পর এক চাকরির নিয়োগ পরীক্ষা। মঙ্গল ও বুধবার এই দুদিনে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষাসহ অন্তত সাতটি পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি এসেছে। বিজ্ঞপ্তিগুলোতে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিতের কথা বলা হলেও সংশ্লিষ্টরা বলছেন করোনার কারণেই পেছাচ্ছে পরীক্ষার তারিখ। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে ৩০ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিতের কথা বলা হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার করণেই তারা এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসসির একাধিক কর্মকর্তা করোনার লক্ষণ নিয়ে অসুস্থ বলেও জানা গেছে। এদিকে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় দশম গ্রেডের ১ হাজার ৪৩৯টি পদের এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার বাংলাদেশ ব্যাংক অনিবার্য কারণে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে প্রজ্ঞাপন জারি করেছে। আমাদের এ পরীক্ষায় লক্ষাধিক প্রার্থী অংশ নেবে। এমন অবস্থায় স্বল্প সময়ের মধ্যে সামাজিক দূরত্ব মেনে পরীক্ষার আয়োজন করাটা সম্ভব নয়। তাই পরীক্ষা স্থগিত হয়েছে। এছাড়াও মৎস্য অধিদফতর, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়োগ পরীক্ষাও স্থগিতের বিজ্ঞপ্তি এসেছে। কবে নাগাদ এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটাও নিশ্চিতভাবে বলতে পারছেন না কেউ। এতে চাকরিপ্রার্থীরা নতুন করে অনিশ্চয়তার মধ্যে পড়ছেন

সর্বশেষ সংবাদ