বগুড়া সদর সার্কেলে যোগদান করলেন অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম

এস আই সুমনঃ স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর সার্কেলে যোগদান করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম। শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন। সদর সার্কেল অফিসারের পাশপাশি তাকে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছ। এর আগে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মিশনে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে সদর সার্কেল অফিসার পদটি শূন্য ছিল। এদিকে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ৩১তম বিসিএসের মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি সিরাজগঞ্জ সদর সার্কেলে কর্মরত ছিলেন। তার আগে তিনি উল্লাপাড়া সার্কেল, মানিকগঞ্জের শিবালয় সার্কেল এবং র‌্যাপিড একশান ব্যাটালিয়নেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। গোপালগঞ্জের ছেলে শরাফত ইসলাম ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন। এছাড়া তিনি ব্যক্তি জীবনে এক সন্তানের জনক। যোগদানের পর শরাফত ইসলাম বলেন, ‘বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম এর নির্দেশনা মোতাবেক এ জেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের সেবা প্রদানের জন্য কাজ করে যাব। এছাড়া যেকোন ধরনের অবৈধ কাজ, অস্ত্র, মাদক, নাশকতা, সন্ত্রাসসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড রুখতে তিনি বগুড়ার মিডিয়া কর্মী সহ সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ সংবাদ