বগুড়ায় পুন্ড্র পদক প্রদানের মধ্যে দিয়ে ভাঙলো প্রাণের বইমেলা

স্টাফ রিপোর্টার:বগুড়ার বিশিষ্ট দুই ব্যক্তিকে পুন্ড্রপদক প্রদানের মধ্যে দিয়ে শেষ হলো এবারের বগুড়া বইমেলা। নানা আয়োজনে শুরু বইমেলাকে ঘিরে লেখক, পাঠক আর সাংস্কৃতিক কর্মীদের পদচারনায় ছিল মুখরিত। টানা ৯দিন মুখিরিত থাকা এই মিলনমেলা ভেঙ্গে গেল। নতুনের প্রত্যাশায় আবারো শুরু হবে আগামী বছর। এবছর পুন্ড্রপদক প্রদান করা হয় দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শওকত হায়াত খান ও বগুড়ার চিকিৎসক ডা: সামির হোসেন মিশুকে। কণ্ঠশিল্পী শওকত হায়াত খান এর পক্ষে পদক গ্রহণ করেন সজল মাহমুদ।দুই বরণ্যে ব্যক্তির হাতে পদক তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক। দৈনিক করতোয়া সম্পাদক বলেন, আমাদের তরুন প্রজন্মকে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস অবগত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ দেশ গঠনে সকলকে একসাথে কাজ করতে হবে। আমাদের সংস্কৃতি ঐতিহ্যবাহী ও বহু পুরাতন। সুস্থ্য সংস্কৃতির চর্চা করতে হবে। বগুড়ার সাংস্কৃতিক অঙ্গন অত্যন্ত সমৃদ্ধ। গুনি সাংস্কৃতিক কর্মীরা তাদের কর্মকান্ডের মাধ্যমে বগুড়াকে দেশে বিদেশে আলাদা পরিচিতি এনে দিয়েছেন। তরুন প্রজন্মসহ সারাবিশ্বে সংস্কৃতিকে ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। পুন্ড্র পদক পেয়ে ডাঃ সামির হোসেন মিশু বলেন, পদক পেয়ে যতটায় আনন্দ পেয়েছি, ঠিক ততটায় আমার দায়িত্ব আরো বেড়ে গেল। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে মানুষের সেবা করার। কখনো চিন্তা করিনি আমাকে ডেকে কেউ এমন পদকে ভুষিত করবে। পদকের আশা নই মানুষকে মানুষের মত ভালোবেসে সেবা দিতে পেরেছি। মানুষের কাছে মিশতে পেরেছি এটায় বড় মনে হয়েছে আমাকে। করোনাকালে মানুষ যখন কাছে আসতে চায়নি। তখন চিকিৎসকরা করোনা রুগিদের পাশে থেকে সেবা করে গেছে। আমাদের এই সেবার ধারা অব্যাহত থাকবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজন করে বগুড়া বইমেলার। এবারে বইমেলায় ৬০টি স্টল স্থান পায়। প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারি ৪৩ টি সংগঠনকে বিশেষ সনদও প্রদান করা হয়। শেষ দিনে সংশপ্তক থিয়েটার ও থিয়েটার আইডিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। স্বাগত বক্তব্য প্রদান করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। বক্তব্য রাখেন জোটের সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, হাকীম মজিদ মিয়া, আসাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির, এসএম বেলাল হোসেন, অর্থ সম্পাদক রবিউল আলম অশ্রু, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান মানিক, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, রেবেকা সুলতানা মৌসুমী, প্রবীর মোহন্ত, আব্দুল আউয়াল, রবিউল করিম হৃদয়। এসময় জোটভুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ