সাপাহারে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ স্থাপন

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাাঁর সাপাহার বাজার কেন্দ্রীয় কালি মন্দিরে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় শিব চতুর্দশী তিথিতে কেন্দ্রীয় কালি মন্দিরে মন্দ্রির কমিটির অর্থায়নে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ স্থাপন করা হয়।
মন্দিরের পুরোহিত রনজিৎ চক্রবর্তি জানান,শিব শব্দের অর্থ মঙ্গলময়,শিব সংহারের প্রতিক যা, সর্বদায় অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত। লিঙ্গ (সংস্কৃত শব্দ) এর মানে প্রতিক কে বুঝায়, এটা পুংলিঙ্গ বা স্ত্রী লিঙ্গকে বুঝায় না। এইটা হচ্ছে পরমপুরুষ (ঈশ্বর) ও প্রকৃতির মিলনকে বুঝায় এবং যার দ্বারা সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাপাহার শাখার সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, সাপাহার কেন্দ্রীয় কালি মন্দিরের সভাপতি অধির চৌধুরী, বৈদ্যনাথ, জগন্নাথ, কাঞ্চন দত্ত সহ এলাকার ভক্তবৃন্দ।

সর্বশেষ সংবাদ