দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি এবং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ

চাল, ডাল, তেল, বিদুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি এবং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, দলনেতা, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিমুল হাসান অপুর পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান ডন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ভিপি মাসুম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক লিটনউজ্জামান লিটন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, সদর উপজেলা বিএনপির আহবায়ক বশিরুল আলম চাদ, সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, খোকসা উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ আমজাদ আলী, সদস্য সচিব সরদার মনিরুজ্জামান কাজল, খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ খান রাজু, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল, ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি সিহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু দাউদ, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক লুৎফর রহমান, সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদ, কুমারখালী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আল কামাল মোস্তফা, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি মহাসিন আলী, যুগ্ম-সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক খন্দকার সামসুজ্জাহিদ, যুব-বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, শিশু বিষয়ক সম্পাদক মীর মোমিনুর রহমান সুজন, জেলা যুবদলের সভাপতি আল আমিন কানাই, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক জাকারিয়া উৎপল, জেলা কৃষকদলের সভাপতি এসএম গোলাম কবির, সাধারন সম্পাদক মোকারম হোসেন মোকা, মহিলা দলের সাধারণ সম্পাদক রোজী খানসহ বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেন, দেশে মানুষের আয় কম, ব্যয় বেশি। কর্মসংস্থান সংকুচিত। দেশে ১০-১২ বছর ধরে নতুন কোনো শিল্প কলকারখানা গড়ে উঠেনি, বরং পর্যায়ক্রমে বন্ধ হচ্ছে বিভিন্ন কলকারখানা। যার কারণে বেকারত্ব বেড়েই চলেছে। দিনমজুররা কাজ পায় না, অপরদিকে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। সারাবিশ্বে তেলের দাম যখন কমছে, তখন আমাদের দেশে তেলের দাম বারবার বেড়েই চলেছে। দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে বিএনপি অবিরাম সংগ্রাম করে আসছে। অথচ বর্তমান সরকারের আমলে দেশে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট চলছে। দেশের মুদ্রা পাচার হয়ে যাচ্ছে। গত ১২ বছরে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দুর্নীতির মাধ্যমে লুণ্ঠিত টাকা বিদেশে পাচার করে সরকার এখন জনগণের পকেট কেটে বিদ্যুৎখাতে ভর্তুকি দিচ্ছে। ‘আপনাদের চুরি করা টাকার ক্ষতিপূরণের দায়িত্ব জনগণের নয়। বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়লে সব কিছুর দাম বাড়ে। অবিলম্বে এ দু’টির দামসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমান।’ সোহরাব উদ্দিন তার বক্তব্য বলেন, আরেকটি আন্দোলনের ডাক আসবে, সেই আন্দোলনের পর বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তার প্রত্যাশা ও পছন্দ অনুযায়ী নেতা নির্বাচন করবে। সেই পছন্দ অনুযায়ী বাংলাদেশে সরকার গঠন হবে। তবে নাটকের নির্বাচনের মাধ্যমে না। শেখ হাসিনার অধীনে আর নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না।’ জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্যে আগামী দিনে যে আন্দোলনের কর্মসূচি আসবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, সেখানে প্রয়োজনে আমরা শহীদ হবো। তারপরেও গণতন্ত্র পুনরায় উদ্ধার করবো। বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ১০ টাকা কেজি চাল খাওয়াবেন, এখন সেই চাল ৮০ টাকা কেজি। বলেছিলেন ঘরে ঘরে চাকরি দিবেন, এখন কোথায় সেই চাকরি। অর্থাৎ যা বলেন, তা করেন না। উল্টো বর্তমানে চালের দাম বাড়িয়েছে, তেলের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে, এমনকি পানির দামও বাড়িয়েছে। দু’দিন পর বাংলাদেশের জনগণও এই সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিবে। তারা আর ক্ষমতায় থাকতে পারবে না।’

সর্বশেষ সংবাদ