রাজারহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি- বৃহস্পতিবার রাজারহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বিনম্র শ্রদ্ধার সাথে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,উপজেলা যুবলীগ,উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং পরে দোয়া অনুষ্ঠিত হয়। সকালে শিশুদের নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম ও রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু,সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার,উপজেলা যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার,চাকির পশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুমন কুমার রায় সহ অনেকে। এছাড়া মসজিদ,মন্দির,গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত,প্রার্থনা ও আলোচনা অনুষ্ঠান এবং এতিম ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মিষ্টান্ন বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন সহ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

সর্বশেষ সংবাদ