জয়পুরহাটে ল’ কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: ২৫ মার্চ নানা আয়োজন ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারও জয়পুরহাট আইন কলেজে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার শহরের একমাত্র বিনোদনকেন্দ্র শিশু উদ্যান (প্রিন্সের চাতাল) এ শিক্ষা সফরের আয়োজন করা হয় ।

শিক্ষা সফরে কলেজের অধ্যক্ষ এড. আব্দুল ওয়াহাব দেওয়ান কাজল, উপাধ্যক্ষ এড. শফিউল আলম, ম্যানিজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য অধ্যক্ষ (অব.) খাজা শামসুল আলম, হিতৈষী সদস্য প্রফেসর সৈয়দ নুরুল ইসলাম, শিক্ষক-অভিভাবক প্রতিনিধিবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং ল’ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এড. আব্দুল ওয়াহাব দেওয়ান কাজল বলেন, শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব করার লক্ষ্যে প্রতিবছর এমন শিক্ষা সফরের আয়োজন করা হয়। এ ধরনের শিক্ষা সফর বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

বিকেলে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠান শেষে একটি লাকী কুপন ড্র অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ সংবাদ