রাজধানীতে ৪৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

রাজধানীর উত্তরা এলাকা থেকে ৪৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। শুক্রবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উত্তরার হাউস বিল্ডিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। গ্রেফতার ব্যক্তির নাম মো. জনি আহমেদ। অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা হাউস বিল্ডিং এলাকার লাযিয রেস্টুরেন্টের সামনে একটি চেক পোস্ট স্থাপন করে ডিবি পুলিশ। রাত পৌনে ৮টার দিকে একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু চালক প্রাইভেটকারটি থামিয়ে গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যায়। তবে প্রাইভেটকারে চালকের পাশের আসনে বসা জনি আহমেদকে গ্রেফতার করা হয়। এ সময় গাড়ি তল্লাশি করে একটি বস্তা থেকে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেনসিডিল ব্যবহার কথা স্বীকার করেছে জনি। তারা রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকায় বিক্রি করার কথাও জানিয়েছে। এ বিষয়ে জনির বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ