কুড়িগ্রামে ৬৩১ পরিবার ঈদ উপহারের ঘর পাচ্ছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম-রিলিফ নয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে উপহার দিচ্ছেন জমিসহ একটি আধুনিক চমৎকার বাড়ি। স্বপ্নেও ভাবতে পারনি ভূমিহীন এসব অসহায় পরিবার। উপহার হিসাবে নিজ নামে পাচ্ছেন দুই শতক জমি এবং বাড়ি। বাড়িতে বিদ্যুত, স্যানিটারী ল্যাট্রিন, সুপেয় পানি, যাতায়াতের সড়কসহ নানা নাগরিক সুবিধা। এমন উপহার পাচ্ছেন কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার ৬৩১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। রোববার জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এক প্রেস ব্রিফিং এ এস তথ্য জানায়। এর আগে দু’ফায় ঘর পেয়েছে ২৬৩৯টি ভূমিহীন পরিবার। চলতি বছরের মধ্যে জেলায় আরো ৬৫০টি পরিবার ঘর পাবে রাষ্ট্রীয় উপহার হিসাবে। এসব নিয়ে মোট বাড়ির সংখ্যা দাঁড়াবে ৪১২০টি। ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী সারাদেশে তয় ধাপে একযোগে ৩২,৯০৪টি বাড়ি উপহার কার্যক্রমের উদ্বোধন করবেন। অবিশ্বাস্য হলেও এটিই সত্যি। একেক বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

সর্বশেষ সংবাদ