ঝিনাইদহে বড় ভাইকে ছুরিকাঘাত করে হত্যা মামলায় ছোট ভাই যশোর থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই ফজলুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করে ছোট ভাই হাফিজুর রহমান। সেই মামলায় ছোট ভাই হাফিজুর রহমানকে গত রাতে যশোর কোতায়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি। বুধবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এডিশনাল এসপি আনোয়ার সাঈদ জানান, ভাই হত্যার প্রধান আসামী হাফিজুর রহমান যশোর থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেসময় যশোরের কোতয়ালী থানা এলাকার একটি বহুতল ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা প্রমুখ। উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের ফজলুর রহমানের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে বিরোধপুর্ণ জমি নিয়ে উভয়ের মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই হাফিজুর রহমান তার বড় ভাইয়ের বুকে ছুরিকাঘাত করে। এতে ফজলুর রহমান গুরুতর আহত হলে তাকে উদ্ধার যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় তার ছেলে আসাদুজ্জামান টিপু বাদি হয়ে ২ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

সর্বশেষ সংবাদ