খেলায় ধারাবাহিক সফলতা ধরে রাখতে কঠোর অনুশীলন করতে হবে-এসপি সুদীপ

শাফায়াত সজল, বগুড়াঃ ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২২ এ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল ক্রিকেট দলের খেলোয়ারদের বুধবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গনে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।

খেলোয়ারদের ফুলেল শুভেচ্ছা প্রদানকালে তিনি বলেন, প্রতিটি খেলায় প্রতিযোগিতা থাকবে। প্রতিপক্ষকে শত্রু ভাবা যাবে না, তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। দলের খেলোয়ারদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। প্রতিটি খেলোয়ারকে তার সর্বোচ্চ ক্রীড়া শক্তি দিয়ে মাঠে লড়তে। জয় নিশ্চিত করতে হলে, খেলোয়ারদের ধারাবাহিক সফলতা ধরে রাখতে হলে কঠোর অনুশীলন করতে হবে। কঠোর অনুশীলন, দলের খেলোয়ারদের মধ্যে সমন্বয়, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ বিজয় নিশ্চিত করতে ভুমিকা পালন করে। এই বিদ্যালয়ের অনেক কৃতি খেলোয়ার রয়েছে। ক্রিকেট জাতীয় দলের শফিউল ইসলাম সুহাস, অনুর্ধ-১৯ দলের অধিনায়ক তাওহিদ হৃদয় সহ আর অনেকে। যারা বাংলাদেশকে বিশ্ব আসরে তুলে ধরছে। বিজয় ছিনিয়ে আনছে অনেক শক্তিশালী দলের থেকে। তোমাদেরকে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। একজন ভাল খেলোয়ার হলে হবে না, প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে। দেশপ্রেমিক নাগরিক হতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।

অনুষ্ঠানে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক ইয়াছমিন সুলতানা, শহীদুল ইসলাম, ফেরদৌস আলম, আনুজয়ারা খাতুন, আয়েশা সিদ্দিকা, আব্দুল বাসেদ, এনামুল জাহিদ তিতাস, মাসুকুর রহমান সুরুজ, পুলিশ লাইন্স স্কুল ক্রিকেট দলের খেলোয়াররা সহ আরও অনেকে।

উল্লেখ্য গত ২৩ মে (সোমবার) পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে প্রাইম ব্যাংক লিমিটেডের আয়োজনে ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২২ এ বিভাগীয় পর্যায়ে জয়পুরহাট কে.ডি স্কুলকে ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল আন্ড কলেজ।  গত ২০১৮ সালের একই টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল বগুড়া পুলিশ লাইন্স স্কুল আন্ড কলেজ।

সর্বশেষ সংবাদ