১৮ কোটি টাকা বিনিয়োগ পেলো অ্যাগ্রিটেক স্টার্ট-আপ আইফার্মার

[ঢাকা, ৩০ মে, ২০২২] কৃষকদের নানা ধরনের কৃষি সেবাদাতা প্রতিষ্ঠান ও দেশের একমাত্র ফুল-স্ট্যাক অ্যাগ্রিটেক স্টার্ট-আপ আইফার্মার সম্প্রতি একটি নতুন ফাইন্যান্সিং রাউন্ড থেকে ২.১ মিলিয়ন মার্কিন ডলারের (১৮ কোটি টাকা) বিনিয়োগ পেয়েছে। ফলে, প্রতিষ্ঠানটি এর প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে।

বাংলাদেশের অন্যতম বৃহত্তম নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড (আইডিএলসি ফাইন্যান্সের ভেঞ্চার শাখা) এ ফাইন্যান্সিং রাউন্ডটিতে নেতৃত্ব দেয়। নিউ ইয়র্ক ভিত্তিক হেজ ফান্ড ফার্ম মিলভিল অপরচুনিটিস এ রাউন্ডে অংশগ্রহণ করে। বাংলাদেশ সরকারের আওতাধীন আইসিটি মন্ত্রণালয়ের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড স্টার্টআপ বাংলাদেশও এ ফাইন্যান্সিং রাউন্ডে অংশগ্রহণ করেন।

বাংলাদেশে প্রায় ১৬.৫ মিলিয়ন কৃষক রয়েছে এবং প্রায় ৮০ শতাংশ কৃষক সামান্য জমির মালিক। বাংলাদেশের কৃষকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থ ও ভালো মানের কৃষি উপকরণ, যেমন: বীজ, কীটনাশক, সার ইত্যাদির যোগান নিশ্চিত করা এবং পরবর্তীতে তাদের পণ্য বিক্রি করার জন্য ক্রেতা খোঁজা। ২০১৯ সালে যাত্রা শুরু করা আইফার্মার দেশের সবচেয়ে বড় এগ্রি-টেক প্রতিষ্ঠান, যা কৃষকদের প্রয়োজন অনুযায়ী সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। আইফার্মার কৃষকদের অর্থায়নের জন্য খুচরা ও প্রাতিষ্ঠানিক তহবিলকারীদের জন্য সুযোগ তৈরি করে দেয় এবং কোম্পানি ও খুচরা বিক্রেতাদের সাথে সহযোগিতার মাধ্যমে উচ্চ-মানের কৃষি উপকরণগুলো ব্যবহার করতে সুবিধা প্রদান করে। এর ফলে, এটি কৃষকদের কাছ থেকে পণ্যগুলো একত্রিত করার ক্ষেত্রে এবং প্রাতিষ্ঠানিক ক্রেতা, খুচরা বিক্রেতা ও পাইকারি বাজারে বিক্রি করে এমন কৃষকদের জন্য আরো ভালো বাজার তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে।

এ নিয়ে আইফার্মার’র প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ ইফাজ বলেন, “আমরা বর্তমানে ১৯ টি জেলায় কার্যক্রম পরিচালনা করছি; যেখানে আমরা প্রায় ৬৩ হাজারেরও বেশি কৃষকদের বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করছি, যেখানে ২০২০

সর্বশেষ সংবাদ