সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন, দগ্ধ শতাধিক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণে দগ্ধ হয়েছেন শতাধিক মানুষ। শনিবার (৪ মে) দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক নুরুল আলম আশেক এ তথ্য নিশ্চিত করে বলেন, সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে প্রায় ৭০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তিনি আরও বলেন, শনিবার (৪ জুন) রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৮টি ইউনিট এবং পরবর্তীতে আরও ৮টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে ডিপোতে বিস্ফোরণের কারণে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের আরও ইউনিট বাড়ানো হচ্ছে। প্রাথমিকভাবে হতাহতের শঙ্কা করা হচ্ছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী জানান, বিস্ফোরণের ঘটনা অগ্নিদগ্ধের সংখ্যা অর্ধশত পেরিয়ে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে একের পর এক দগ্ধ রোগী আনা হচ্ছে। এই অবস্থায় চিকিৎসক সঙ্কট সৃষ্টি হয়েছে। অন্যান্য সরকারি হাসপাতালের চিকিৎসকদের মানবিক কারণে হাসপাতালে গিয়ে চিকিৎসা দিতে আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ