ঝিনাইদহের মহেশপুরে রোহিঙ্গা নারী আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের মহেশপুরে রাশিদা খাতুন(২০) নামে এক রোহিঙ্গা নারী আটক। রবিবার সকালে খালিশপুর বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে সে মহেশপুর থানার হেফাজতে আছে। জানা গেছে, কক্সবাজারের টেকনাফ উপজেলার উখিয়া ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের অ-৩ ব্লক থেকে পালিয়ে আসা নুর হোসেনের মেয়ে রাশিদা খাতুন রবিবার সকাল সাড়ে আটটার দিকে মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে ঢাকা থেকে ছেড়ে আসা জেআর পরিবহন থেকে নামে। মেয়েটির চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হলে তারা মহেশপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষনিকভাবে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে তারা তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে পরিচয় নিশ্চিত হয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, রাশিদা খাতুনকে পুলিশ সুপারের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হবে।

সর্বশেষ সংবাদ