সাবেক সংসদ সদস্য সাহানারা বেগম আর নেই

স্টাফ রিপোর্টার-জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্ঠা, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য, রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা, জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য ও জাতীয় মহিলা পার্টি রংপুর জেলার সভানেত্রী সাহানারা বেগম আর নেই। রোববার (২৬ জুন) ভোর ৫টা ৩০মিনিটে বার্ধক্যজনিত কারণে রংপুর গুড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর ৭ মাস ২ দিন। বাদ আছর মরহুমার জানাজার নামাজ রংপুর কেরামতিয়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পরে মুন্সিপাড়া কবরস্থানে মরহুমার দাফন কার্য্যসম্পন্ন করা হয়।
মরহুমা শাহানারা বেগম এর মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও রংপুর জেলার সভাপতি আলহাজ্ব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি এবং সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি রংপুর মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুর রহিম বাবলু, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, জাতীয় মহিলা পার্টি রংপুর জেলার সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ বিদ্যাবিথী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোছাঃ নাহিদ ইয়াসমিন, জাতীয় মহিলা পার্টির রংপুর মহানগর সভানেত্রী মোছাঃ জেলি রহমান, সম্পাদিকা জেসমিন বেগম, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার সভাপতি আরিফুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহিন হোসেন জাকির, সাধারণ সম্পাদক শান্তি কাদেরী, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল, সদস্য সচিব মাহাবুবর রহমান বেলালসহ জাতীয় পার্টি ও তার অঙ্গসহযোগি সংগঠন সমূহের সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দ।

সর্বশেষ সংবাদ