পলাশবাড়ীতে প্রতিবন্ধীদের অংশগ্রহণে উপজেলা পরিষদের সাথে এডভোকেসি সভা

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের দারিদ্রতা উত্তরণ প্রকল্প স্থানীয় সরকারের ইনষ্টিটিউট উপজেলা পরিষদের সাথে এডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার আয়োজনে এবং হেন্ডিক্যাপ ইন্টারন্যাশনাল ও ইউকেএইডের সহযোগিতায় রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি নুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, হেন্ডিক্যাপ ইন্টারন্যাশনালের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আশেক এনাম, মহদীপুর ইউপি সদস্য আবুল কালাম আজাদ, রংধনু জেলা প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, এলএসপি’র পক্ষ থেকে তাপস কুমার বর্মন ও প্রতিবন্ধীদের মধ্যে সালমা জাহান মিনা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন রংধনু জেলা প্রতিবন্ধী সংস্থার একাউন্স অফিসার সোহানুর রহমান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ