সাপাহারে শিক্ষকদের স্মারক লিপি প্রদান

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাাঁর সাপাহারে ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলার উপ পরিচালক (ডিডির) বিধি বহিঃভূত ভাবে কর্মরত মজজিদ ভিত্তিক নিয়োগ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পূণরায় যাচাই বাচাই পূর্বক নিয়োগ দান ও বাতিলের হুমকী প্রত্যাবর্তনে নিয়োগ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ ধর্মমন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারের নিকট স্মারক লিপি প্রদান করেছেন।
জানা গেছে, বর্তমান নওগাঁ জেলার দায়িত্ব প্রাপ্ত ডিডি সুলতান আহম্মেদ জেলার সকল উপজেলায় কর্মরত মসজিদ ভিত্তিক নিয়োগ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের তার নিজস্ব একটি হারবাল ঔষধ কোম্পানীর ঔষধ ও একটি করে বই কিনে ডিসটিনী পদ্ধতিতে ওই কোম্পানীর সদস্য হওয়া ও সদস্য সংগ্রহের জন্য প্রত্যেকের নিকট হতে দেড় হাজার টাকা দাবী করে। এতে রাজি না হওয়ায় ডিডি রাগান্বিত হয়ে পূণরায় তাদের চাকুরী নবায়ন করতে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য সকলকে নওগাঁতে ডেকে পাঠায়।
নিরুপায় হয়ে ওই শিক্ষকগণ এই সমস্যার সমাধান চেয়ে মঙ্গলবার সকালে সম্মিলিত ভাবে শিক্ষকগণ সংসদ সদস্য সাধন মজুমদারের নিকট স্মারক লিপি প্রদান করেছেন।

সর্বশেষ সংবাদ