হিলিতে কমতে শুরু করেছে চালের দাম

হিলি(দিনাজপুর)প্রতিনিধি।২০ সেপ্টম্বর/১৭দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় হিলির আড়ৎ গুলোতে কমতে শুরু করেছে চালের দাম। গত দুই- তিন দিনের ব্যবধানে চালের দাম কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা।
ভারত থেকে আমদানি করা মোটা জাতের স্বর্ণা চাল ৪৬ টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে ৪২টাকা এবং চিকুন জাতের রতœা চাল ৪৮ টাকা থেকে এখন বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি দরে।
দেশের খোলাবাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে গত ২০ জুন চালের আমদানী শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারন করে সরকার। সেই সাথে ৩ শতাংশ রেগুলেটরি ডিউটিও পুরোপুরি তুলে নেয়া হয়। এরপর গত ১৬ আগষ্ট বুধবার দ্বিতীয় দফায় চালের আমদানী শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হয়। সেই থেকে হিলি স্থলবন্দর দিয়ে ২ শতাংশ শুল্কে ভারত থেকে চাল আমদানী হচ্ছে ।
হিলি স্থলবন্দর সুত্রে জানা গেছে, ভারত থেকে রোববার , সোমবার দুই ’দিনে ১৪২ ট্রাকে প্রায় সাড়ে ৩ হাজার মে:টন চাল আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।

সর্বশেষ সংবাদ