দ্রুত জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে প্রভাতফেরী ফাউন্ডেশন বগুড়ার মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত নির্যাতন ও নির্বিচারে গনহত্যার প্রতিবাদ জানিয়ে দ্রুত জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে বুধবার বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন করেছে প্রভাতফেরী ফাউন্ডেশন’র নেতৃবৃন্দ। সংগঠনটির পরিচালক উদিয়মান তরুণ সমাজ সেবক নাহিদুল ইসলাম (নাহিদের) সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগটনের উপদেষ্ঠা নাহারুল ইসলাম ও রাসেল মন্ডল, সহ-সভাপতি হিমেল আহম্মেদ, যুগ্ম সম্পাদক আরিফ, শাফি, আরাফাত প্রমুখ। বক্তরা বলেন, মুসলমানদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সে দেশের সেনাবাহীনি যে নির্মমভাবে নির্যাতন আর হত্যাজ্ঞ চালাচ্ছে তাদের কবল থেকে কোমল শিশুরাও বাদ যাচ্ছেনা। আমরা এর তিব্র নিন্দা জানিয়ে অবিলম্বে রোহিঙ্গা নির্যাতন ও গনহত্যা বন্ধ করে তাদের কে আবারো ফিরিয়ে নিয়ে পুনঃর্বাসন করার জোর দাবি জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন অর্ক, লাবিব, তন্ময়, জনি, নিবিল, মাসুম, রাকিব, শামিউল, জিমসহ আরও অনেকে।

 

সর্বশেষ সংবাদ