অধিকাংশ রাস্তার বেহালদশা কাহালুর মানুষের সীমাহীন দূর্ভোগ

মোঃ সাইফুল ইসলাম কাহালু(বগুড়া)থেকেঃকাহালু উপজেলার অধিকাংশ সড়কের বেহলাদশায় বিভিন্ন পেশার মানুষ দীর্ঘ সময়ের বিরম্বনায় আর সীমাহীন দূর্ভোগে পড়ছেন। উপজেলাবাসীর দীঘদিনের এই সমস্যা জটিল থেকে আরো জটিলতার সৃষ্টি হলেও তার সমাধান কোনো ভাবেই পাওয়া যাচ্ছেনা। কোনো কোনো সড়কের সংস্কার ও কার্পেটিং কাজ হলেও সেগুলোও বছর না ঘুরতেই আবারও যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আর যে সড়ক গুলো দীর্ঘদিন যাবত সংস্কার বা কার্পেটিং করা হয়নি সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কোনো কোনো রাস্তায় প্রতিনিয়ত ট্রাকসহ অন্যান্য যানবাহন উল্টে যাওয়াসহ দুর্ঘটনা সব সময় ঘটছে। অত্র উপজেলায় যেখানে সেখানে অপরিকল্পিত ভাবে শিল্প প্রতিষ্ঠান, মিল কারখানা, বসত-বাড়ি ও স্থাপনা নির্মাণ করা হয়েছে তাতে সকল পেশার মানুষই জটিল থেকে আরো জটিল সমস্যার মধ্যে পড়বে। রাস্তার পার্শ্বে অনেক জায়গায় ছোট-খাটো বাজার গড়ে উঠলে সেখানে পানি নিস্কাশ্বনের জন্য নেই ড্রেন। বিভিন্ন সড়কের ও রেল লাইনের দু-ধার দিয়ে যে সকল নয়নজুলি আছে সেগুলো যার মতো অবৈধভাবে দখল করে নিয়েছে। এমনকি বড় বড় শিল্প প্রতিষ্ঠান ও মিল কারখানা যারা প্রতিষ্ঠা করেছেন তারাও ঠিকমত পানি নিস্কাশ্বনের ড্রেন নির্মান করেনি। যার ফলে বর্ষা মৌসুমে রাস্তার উপর পানি জমে থাকায় দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে রাস্তা। কাহালু উপজেলার বিভিন্ন স্থানে যেভাবে শিল্প প্রতিষ্ঠান ও মিল কারখানা গড়ে উঠেছে সেই তুলনায় নির্মাণ করা হয়নি ভালো কোনো রাস্তা। অধারন ক্ষমতার চেয়ে অধিক ওজনের পরিবহন ছোট রাস্তা গুলো দিয়ে চলাচলের কারনে দ্রুত নষ্ট হচ্ছে রাস্তা গুলো। উপজেলার উল্লেখযোগ্য কাহালু-দরগাহাট সড়ক, কাহালু-বগুড়া সড়ক, দরগাহাট-আড়োলা সড়ক, বারমাইল-নামুজা সড়ক, তালোড়া-দেওগ্রাম সড়ক সহ বেশ কয়েকটি সড়ক সরোজমিনে গিয়ে দেখা গেছে এই সড়ক গুলোর খুবই খারাপ অবস্থা হওয়ায় যানবাহন চলাচল করছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। কাহালুর শীতলাই এলাকায় গড়ে উঠা পেপার মিল ও ফিড মিলে প্রতিদিন মালামাল বহনের জন্য বড় বড় ট্রাক চলাচল করে এই রাস্তায়। যার ফলে দ্রুত রাস্তাটি নষ্ট হয়ে যায়। মুলত রাস্তা গুলোর বেহাল দশা ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সীমাহীন দূর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করছে বিভিন্ন পেশার মানুষ। উল্লেখিত রাস্তা গুলোর বর্ধিত করাসহ মজবুত করে কার্পেটিং করা এবং প্রয়োজন মাফিক ড্রেন নির্মাণ করা না হলে কাহালু উপজেলাবাসী বড় ধরনের জটিল সমস্যায় পড়বেন।

সর্বশেষ সংবাদ