ভারত থেকে কারাভোগ শেষে দেশে ফিরল দুই কিশোর

ছামিউল ইসলাম, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : ২০/১৭ ই; রোজ বুধবার সকাল ১১ টায় বিজিবি – বিএসএফের উপস্থিতিতে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাদের ফেরত দেয় ভারতীয় হিলি ইমিগ্রেশন পুলিশ।  অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে সে দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে আটকের পর ৩ বছর ধরে কারাভোগ শেষে দেশে ফিরল দুই কিশোর।
এরা হলো কক্সবাজার জেলার উখিয়া থানার মনখালি গ্রামের সৈয়দ নুরের ছেলে ইলিয়াস হোসেন (১৭) ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার মল্লিকাদহ গ্রামের ব্রজেন্দ্রনাথ রায়ের ছেলে স্বপন কুমার রায় (১৭)।
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি আফতাব হোসেন জানান, এই দুই কিশোর ২০১৫ সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তারা আটক হয়। এসময় তাদের বয়স ১৮ বছরের কম হওয়ায় জেলের পরিবর্তে ভারতের বালুরঘাটের একটি হোমে আটক রাখা হয়। একপর্যায়ে দুই দেশের মধ্যে আইনী প্রক্রিয়া শেষে আজ তাদের ফেরত দেওয়া হয়। এসময় চেকপোস্টে বিজিবি, বিএসএফ ছাড়াও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিল।

সর্বশেষ সংবাদ