শহর এলাকায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং নারী উন্নয়নে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার-শহর এলাকায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং নারী উন্নয়নে আলোচনা সভা রংপুর সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত হয়। সোমবার রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, রংপুরের সহযোগিতায় হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতেমা।
সম্মানিত অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের সিনিয়র প্রশিক্ষক খুরশিদ জাহান, রংপুর সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাবুবর রহমান মঞ্জু, মহিলা কাউন্সিলর মোছাঃ ফেরদৌসী বেগম ও হাসনা বানু।
ইউডিপির প্রশিক্ষক সালমা আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসনিক বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, ব্র্যাক জেলা প্রতিনিধি একেএম জাহেদুল ইসলাম, ব্র্যাক জি.জে.ডি এর আর এম ইশরাত জাহান ইশিতা, ইউডিপি এর আর এম অপুর্ব সাহাসহ ব্র্যাক ইউডিপির বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভায় রংপুর সিটি কর্পোরেশনের নারী ও শিশু উন্নয়ন স্থায়ী কমিটি, রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তর, এনজিও প্রতিনিধি এবং সিডিও সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন।

সর্বশেষ সংবাদ