রংপুরে প্রথম দিনে ১২ হাজার শিক্ষার্থীকে টিকাদান

স্টাফ রিপোর্টার-রংপুর প্রথম দিনে ১২ হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়ার মধ্য দিয়ে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন। ফাইজারের টিকার প্রথম ডোজ পায় রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এ কর্মসূচি ২৫ আগষ্ট থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের হল রুমে ৫ থেকে ১১ বছর বয়সি শিক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদানের মধ্যেদিয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডের ৪৭৩টি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ আগষ্ট থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত ৮৩ হাজার ৩শ” ৩৩জন শিক্ষার্থীকে ফাইজারের টিকাই প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে ৫৩টি প্রাথমিক বিদ্যালয়ের ১২ হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় নেয়া হয়। এজন্য নগরীর ৬০টি কেন্দ্রে ১২০জন স্বাস্থ্য কর্মী টিকাদান কর্মসূচিতে নিয়োজিত রয়েছেন।
শিক্ষার্থীদের টিকার উপলক্ষে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের হল রুমে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মোঃ কামরুজ্জামান ইবনে তাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে.এম জালাল উদ্দিন আকবর।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যক্ষ সেলিম আহমেদ, মঞ্জুরুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, হু এর প্রতিনিধি জুবায়ের আল মামুন, মেডিকেল অফিসার সিনিগ্ধা দেব নাথ ও রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার প্রধান ও স্যানিটারী ইসপেক্টর আব্দুল কাইয়ুমসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ সংবাদ