ঝিনাইদহে মরিচে ঝাল নেই, বিপাকে মরিচ চাষি

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহে কাঁচা মরিচের ব্যাপক দর পতন হয়েছে। এতে চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক মাস আগেও পাইকারি প্রতি কেজি কাঁচা মরিচ দু’শ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে বাজার কমে প্রতি কেজি মরিচ ১৫ টাকা থেকে ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা অফিস সুত্রে জানা যায়, জেলায় এক হাজার ৭২৪ হেক্টরে মরিচ চাষ হয়েছে। চাষিরা জানায়, বর্তমানে গাছে প্রচুর মরিচ ধরছে। হাট বাজার প্রচুর কাঁচা মরিচ উঠছে। দাম পড়ে গেছে। থেত থেকে এক কেজি মরিচ তুলতে কামলাকে ১০ টাকা করে দিতে হচ্ছে। এরপর ভ্যান ভাড়া দিয়ে হাট এনে ১৫ টাকা থেকে ১৮ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। চাষির হাতে কিছু থাকছে না। অপর দিকে খুচরা প্রতি কেজি কাঁচা মরিচ ৩০ টাকা থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সর্বশেষ সংবাদ