মহান অক্টোবর বিপ্লবের ১০৫ তম বার্ষিকীতে সিপিবি বগুড়ার আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি-মহান অক্টোবর রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৫ তম (১৯১৭-২০২২) বার্ষিকীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটির আয়োজনে আজ বিকাল ৪ টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, সাধারণ সম্পাদক শাহনিয়াজ কবির খান পাপ্পু, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ। আলোচনা সভা সঞ্চালন করেন ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায়।
বক্তারা বলেন, “অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব’ মানবসভ্যতার ইতিহাসে সর্বপ্রথম মানুষের উপর মানুষের শোষণের অবসান ঘটায়। মানব সভ্যতাকে পাল্টে দেয়, সৃষ্টি করে এক নতুন শোষণহীন মানবিক সমাজ। অক্টোবর বিপ্লব সারা পৃথিবীর মানুষকে মুক্ত মানুষের মুক্ত সমাজ কায়েমে কোটি কোটি মানুষকে প্রাণিত করে। পৃথিবীর অনুন্নত দেশগুলোর মুক্তির সংগ্রামে সাহায্য-সহযোগিতা করেছে সেই সময়ের সমাজতান্ত্রিক রাশিয়া। সারা দুনিয়ায় শান্তি-স্বাধীনতা, গণতন্ত্র ও সংগ্রামকে শাণিত করেছে মহান সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সোভিয়েত ইউনিয়নের ছিল ঐতিহাসিক ভূমিকা।”
বক্তারা আরো বলেন, “অক্টোবর বিপ্লব বিশ্ব সভ্যতার জন্য যে আলোর নিশানা জ্বালিয়ে দিয়ে গেছে সেই আলোর পথ ধরেই সভ্যতার অগ্রগতি সম্ভব। সাময়িক পশ্চাদপসারণের পর সমাজতন্ত্র আজ আবার দেশে দেশে অজেয় শক্তিতে জেগে উঠছে। সারাদেশে এই চেতনা ছড়িয়ে দিতে হবে। সবাইকে অক্টোবর বিপ্লবের চেতনায় কাজ করতে হবে।

সর্বশেষ সংবাদ