আটোয়ারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি-পঞ্চগড়ের আটোয়ারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১ টার দিকে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। দিনব্যাপী এই উদ্ভাবনী মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর, সেবামুলক প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই মেলায় অংশ নেয়। মেলায় ৪টি প্যাভিলিয়নে ২৫টি বিভিন্ন উদ্ভাবনী স্টল প্রদর্শন করা হয়। মেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ছোট বড় নানা শ্রেণি পেশার মানুষ বিভিন্ন স্টলে ভীড় করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ার‌্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মোঃ সামশুল হুদা, উপজেলা সমবায় অফিসার রোকেয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায় , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজি মোঃ জসিম উদ্দিন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক প্রমুখ। সভাপতি সহ আগত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আইসিটি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।

সর্বশেষ সংবাদ