“৭১ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”- আজম খসরু

 জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব একে এম আজম খসরু বলেছেন স্বাধীনতার ৫০ বছর পর এসেও বিএনপির স্লোগান হয় “৭৫ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, তাদের এত বড় দুঃসাহস দেখে আমরা স্তম্ভিত, এখন থেকে আমাদেরও স্লোগান হোক “৭১ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”।  আমরা তাদের হুমকি ধামকিতে ভয় পাই না, তারা আন্দোলন সংগ্রামের নামে অগ্নি সন্ত্রাস ও জালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী, তারা ১০ ই ডিসেম্বর এসরকারের শেষ দিন ঘোষণা দিয়েছিলো, এমনকি অনেক নেতা বলেছিল ১০ তারিখের পর থেকে খালেদা জিয়া দেশ চালাবে। কিন্তু তাদের স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিনত হয়েছে। তিনি গতকাল শহরের স্হানীয় একটি মোটেলে সাংগঠনিক সফরকালে জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখা আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার আহবায়ক কামরুল মোর্শেদ আপেল এর সভাপতিত্ব ও সদস্য সচিব রাকিব উদ্দিন প্রাং সিজারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলার যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুল গফুর প্রাং, জুলফিকার আলী জুয়েল, মহিলা বিষয়ক মুর্শিদা বেগম, সদস্য রাজু আহমেদ, গোলাম মোস্তফা, রাকিবুল হাসান মামুন,  জাকিউল হক জীবন, মোজাম্মেল মন্ডল মোজাম, শাহীন মন্ডল,  আজিজুল শেখ,  হাসান সরদার,  সাদিকুল ইসলাম সাদিক, পৌর শ্রমিকলীগের আহবায়ক হাসান তালুকদার, সদস্য সচিব মুনতাসীর আহমেদ প্লাবন, সদরের আহবায়ক রফিকুল ইসলাম,  সদস্য সচিব রায়হানুর রহমান রোহান,  নন্দীগ্রাম উপজেলার শাহীনুর রহমান,  লিটন শেখ, ধুনট উপজেলার জাহাঙ্গীর আলম,  খায়রুল ইসলাম,  শেরপুর উপজেলার কারিমুল ইসলাম,  আরিফ, আদমদিঘী উপজেলার নুর ইসলাম, আব্দুর রাজ্জাক,  কাহালু উপজেলার গোলাম রব্বানী,  সোনাতলার মানিক, গাবতলী উপজেলার আতিকুল ইসলাম নয়ন, পৌর শ্রমিকলীগের  মোজাফফর রহমান, হাফিজুর রহমান মনি, পলাশ, স্বাধীন,  যুব কমিটির ইমদাদুল হক ইমদাদ,  মাসুম আহমেদ, ছায়া ইসলাম, তানজিদ ইসলাম,  আল আমিন, বিপ্লব,  ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ