কালাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:জয়পুরহাটের কালাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করায় অন্তত দেড় লাখ টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার খারিজা পাকুরিয়া গ্রামের হামলাগারি পুকুরে এ ঘটনা ঘটেছে।
উপজেলার ভাবকি আদর্শ গ্রামের নজরুল ও আব্দুল করিম, খারিজা পাকুরিয়ার সোহেল রানা, আনোয়ার হোসেন, আজুবা, কাফিয়া, হেলাল, ফিতা ও আলালসহ অনেকে জানান, পুকুরে বিষক্রিয়ায় সকাল থেকেই চাষ করা বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠছে। এতে অন্তত ৪৮ মন মাছ মারা গেছে বলে তারা ধারণা করছেন।
খারিজা পাকুরিয়া গ্রামের মাছ চাষি বুলু মিয়া অভিযোগ করে বলেন, একটি মহল আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য লেগেই আছে। তারাই শত্রুতাবশত আমার ৫৬/১৬-১৭ ডিসিআর মূলে লিজ নেয়া সরকারি পুকুরে দিয়ে রুই, কাতলা, মৃগা, সিলভার কার্ফ, তেলাপিয়া, ব্রিগেড, হাঙ্গেরিসহ বিভিন্ন জাতের প্রায় দু’লাখ টাকার মাছ নিধন করেছে বলে ধারণা করছি। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

সর্বশেষ সংবাদ