মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ৪র্থ ত্রি-বার্ষিক সহকারী কাজী মহাসম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি-মাইজভান্ডারী কল্যাণ সংস্থা বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা, আমরা বাঙ্গালী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব, সচেতন নাগরিক ফোরাম’র যুগ্ম মহাসচিব, সচেতন সাংবাদিক ফোরাম’র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ সহকারী কাজী সমিতির মহাসচিব, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) এর সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ আওয়ামী তরুনলীগ এর কার্যকরী সভাপতি স্বনামধন্য সংবাদকর্মী ও ঢাকা ৩৬নং ওয়ার্ডের নিকাহ রেজিষ্ট্রার মহোদয়ের একান্ত ব্যক্তিগত সহকারী মোঃ নূরুল আজিম (আজিম বাংলা) কে কুখ্যাত সন্ত্রাসী, মাদক পাচারকারী, ধর্মীয় ছদ্দবেশে জঙ্গীবাদী ও জঙ্গী অর্থায়নকারী, জঙ্গী সংগঠন পরিচালনাকারী, জামাতের সিনিয়র নেতা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে হুমকি ও অত্যাচারকারী, যুবদলের নাম ভাঙ্গিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলকারী, আদাবর থানা যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক কুখ্যাত মশিউর রহমান শান্ত ওরুফে সন্ত্রাসী শান্ত ওরুফে অশান্ত মশি ওরুফে মাদক মশিউর কর্তৃক তাঁহার অফিসে কৌশলে নিয়ে সাথে থাকা নগদ টাকা ৩৫,০০০/— ল্যাপটপ ১টি, ব্যাংক চেক ১০টি, কাজী অফিসের রেজিষ্ট্রী বালাম বই ৬টি, ব্যক্তিগত ডাইরি ১টি ও অন্যান্য ব্যবসায়ীক দলিলাদী সহ সঙ্গে থাকা ব্যাগটি লুণ্ঠিন করে, শারীরিক ও মানসিক ভাবে লাঞ্চনা করা ও তাঁহার সহযোগী ৪জন সহ হুমকী—ধমকি, নাজেহাল করা, কোর্ট কাচারি এলাকা তার বাপের সম্পত্তি বিধায় কোর্ট এলাকার আশে পাশে দেখলে নিকাহ রেজিষ্টার সহ মোঃ নুরুল আজিম (আজিম বাংলা) কে জানে মেরে ফেলার হুমকী ও আইনজীবী সমিতি সিনিয়র এজিএস ফাহিম শরিফ কতৃর্ক হুমদি—দমকী ও বিভিন্ন মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি প্রদান করায় প্রতিবাদী ৬১টি সংগঠন ও প্রতিষ্ঠান এর যৌথ উদ্যোগে অদ্য ২৮মে, ২০২৩ইং রবিবার সকাল ১০টায় ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ৪র্থ ত্রি—বার্ষিক সহকারী কাজী মহাসম্মেলন ২০২৩ এবং হুমকির প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, উন্মুক্ত সাংবাদিক সম্মেলন, প্রধানমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রী ও পুলিশের আইজি বরাবর স্মারকলিপি প্রদান, হুমকিদাতাকে গ্রেফতার না করা পর্যন্ত সহকারী কাজীদের লাগাতার কর্ম বিরতির ঘোষনা, সহকারী কাজীদের রাষ্ট্রিয় স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার দাবিতে ৪র্থ ত্রি—বার্ষিক সহকারী কাজী মহাসম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় ১ম যুগ্ন সম্পাদক বদিউল আলম বদি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম.এ ভাসানী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনজারভেটিভ পার্টি (বিসিপি) চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য সাংবাদিক ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের মহাসচিব ও বাংলাদেশ মুক্তি পার্টির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া, এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সহকারী কাজী সমিতির মহাসচিব মোঃ নুরুল আজিম উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু। সভাপতিত্ব করবেন বাংলাদেশ সহকারী কাজী সমিতির মহাসচিব মো. নুরুল আজিম। এতে বক্তাগণ বাংলাদেশ সহকারী কাজীদের সরকারী স্বীকৃতি ও রাষ্ট্রিয় মর্যাদার দাবি রাখেন এবং হুমকি দাতা সন্ত্রাসী শান্তকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান এবং সভা শেষে মেয়াদ উত্তীর্ন কমিটি ভেঙে দিয়ে বাংলাদেশ সহকারী কাজী সমিতি (২০২৩—২০২৫) এর ১১ সদস্য বিশিষ্ট সংক্ষিপ্ত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ সহকারী কাজী সমিতি, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ), বাংলাদেশ ক্রাইম রিপোটার্স ইউনিটি (বিসিআরই), বিশ্ব মুক্ত গণমাধ্যম ইনস্টিটিউট, সচেতন নাগরিক ফোরাম, সচেতন সাংবাদিক ফোরাম, ঢাকা মিডিয়া ক্লাব লিমিটেড, গ্রীন টিভি লিমিটেড, আজিম টিভি বাংলা, ওয়ার্ল্ড নিউজ ২৪, দৈনিক বিজনেস ফাইল, দৈনিক স্বাধীন সংবাদ, দৈনিক বর্তমান দেশবাংলা, দৈনিক মুক্তির লড়াই, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব, ঢাকা প্রেসক্লাব, বসুন্ধরা প্রেসক্লাব, মাইজভান্ডারী কল্যাণ সংস্থা বাংলাদেশ, রহিমা আলম ফাউন্ডেশন, রহিমা আলম দুস্থ নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, মাইজভান্ডারী আন্তর্জাতিক সুফিজম ইউনিভার্সিটি (প্রস্তাবিত), বসুন্ধরা ইউনিভার্সিটি (প্রস্তাবিত), বসুন্ধরা মানবিক ব্যাংক (প্রস্তাবিত), আমরা বাঙ্গালী ফাউন্ডেশন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সংস্থা, বাংলাদেশ রোগী কল্যাণ সংস্থা, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি, এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, ভিক্টিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল, বাংলাদেশ শতায়ু অঙ্গন, উত্তরা নাগরিক ফোরাম, বংশাল থানা প্রেসক্লাব, শ্যামপুর—কদমতলী ও যাত্রাবাড়ী প্রেসক্লাব ফাউন্ডেশন, বাংলাদেশ আওয়ামী তরুনলীগ, বসুন্ধরা নাগরিক ফোরাম, শেরে বাংলা ঐক্য ফ্রন্ট, বাংলাদেশ গণশক্তি, বাংলাদেশ ছাত্র শক্তি, বাংলাদেশ শ্রমিক শক্তি, বাংলাদেশ ছাত্র শক্তি—ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, বাংলাদেশ ছাত্র শক্তি—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা, মুক্তমনা সামাজিক সংগঠন, হিলফুল ফুযুল ইসলামী সংস্থা, শিকড় মানবিক সংস্থা, দি ঢাকা ডেভালেপমেন্ট সোসাইটি, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে), রিয়েল এস্টেট এন্ড ডেভেলাপমেন্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ (রিড্যাব), বাংলাদেশ নাগরিক অধিকার সুরক্ষা ফাউন্ডেশন (নাসুফ), ন্যাপ ভাসানী, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি (বিসিপি), বাংলাদেশ হিউম্যান রাইটস সোসাইটি, বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্য লীগ, বাংলাদেশ জন কল্যাণ পার্টি, বাংলাদেশ মুক্তি পার্টি, ঢাকাস্থ বোয়ালখালী সমিতি (কার্যকরী গ্রুপ), ঢাকাস্থ বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সমর্থক ফোরাম, ঢাকাস্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সমর্থক ফোরাম । মূল আয়োজনে ছিলেন বাংলাদেশ সহকারী সমিতি ও ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব। স্পন্সর করেন কনফিডেন্স গ্রুপ, কনফিডেন্স সল্ট লিমিটেড, বায়েজিদ গ্রুপ অব কোম্পানী।  সৌজন্যে— দরবার গ্রুপ অব কোম্পানি, ভিউ গ্রুপ অব কোম্পানি, দরবার মিডিয়া ও দরবার ফাউন্ডেশন।

সর্বশেষ সংবাদ