তিস্তা পাড়ের শিক্ষকের মেয়ে সাবিনা ইয়াসমিন বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ

৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন লালমনিরহাট জেলার সদর উপজেলার রাজপুর ইউনিয়নের রাজপুর গ্রামের শিক্ষক পরিবারের মেয়ে মোছা: সাবিনা ইয়াসমিন লিপা। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মো: হযরত আলী এবং মোছা ফাতেমা বেগমের কনিষ্ঠ কন্যা। তার এমন সাফল্যে এলাকাবাসী গর্ববোধ করছে এবং তাদের মাঝে আনন্দের বন্যা বইছে। প্রত্যন্ত অঞ্চলের মেয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হওয়ায় তাদের বাড়িতে ভীড় করছে এলাকাবাসী। ছোট কাল থেকেই লিপা অত্যন্ত মেধাবী ছিলেন। তার লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা বিসিএস ক্যাডার হওয়া। বাবা-মায়ের অসীম ক্সধর্য, সাহস ও নিজের পরিশ্রমের ফলে
কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন বলে তিনি বিশ্বাস করেন। বিভিন্ন সরকারী দপ্তরে চাকরি পাওয়া সত্ত্বেও তিনি চাকরিতে প্রবেশ করেননি। ৩ ভাই ৪ বোনের মধ্যে লিপা সবার ছোট। তার সকল ভাই-বোন আজ উচ্চ শিক্ষিত এবং সকলে প্রতিষ্ঠিত। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এ্যানিমেল সাইন্স বিষয়ে ২০১৮ সালে অনার্স ও ২০২১ সালে মাস্টার্স সম্পন্ন করেন এবং প্রথম
শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ভালো ফলাফলের জন্য তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এবং বঙ্গবন্ধু গোল্ড মেডেল ২০২৩ প্রাপ্ত হন।

সর্বশেষ সংবাদ