দক্ষিণ আফ্রিকায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খনি শ্রমিক। জিম্বাবুয়ের সীমান্তে মুসিয়ান গ্রামের কাছে রোববার এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকার পরিবহণ কর্মকর্তা ভঙ্গানি চাউকে বলেন, ‘দেশের অন্যতম বৃহত্তম হীরার খনি ভেনেটিয়ার কর্মীরা দুর্ঘটনার কবলে পড়েন। খনি থেকে ২৫ কিলোমিটার দূরে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় তাদের বহন করা বাসটির। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।’ আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকার সড়ক যোগাযোগ বেশ উন্নত। তারপরও দেশটিতে সড়ক দুর্ঘটনার হার কম না। বতসোয়ানা এবং জিম্বাবুয়ের সীমান্তের কাছে অবস্থিত ভেনেশিয়া খনিটি ৩০ বছরেরও বেশি সময় ধরে ডি বিয়ার্স নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। খনিটিতে ৪ হাজার ৩০০ জনের বেশি কর্মী কাজ করেন।

সর্বশেষ সংবাদ